একমাত্র বাংলা সাইট ফেসবুক সংক্রান্ত। সাইটটি আমাদের ফেসবুকিং নতুন মাত্রা যোগ করবে। ফেসবুকে বিভিন্ন প্রবলেম ও তার সমাধান ,নতুন ফিচার ইত্যাদি সম্পর্কে জানতে নিয়মিত ভিজিট করুন।
Tuesday, August 14, 2012
ফ্রেন্ডস লকার ব্যবহার করুন এবং আপনার ফেসবুক বন্ধুদের নিজের কাছে রাখুন সারাজীবন
জীবন ক্ষনস্থায়ী । আজকাল তেমনই হয়ে গেছে ফেসবুকের প্রোফাইলের অবস্থা । কে যে কখন হ্যাক করে, কখন যে ফেসবুক প্রোফাইলটা বল্ক করে দেয় কোন গ্যারান্টি নাই । আর নিজের প্রোফাইল হারানো মানেই সকল বন্ধুদের হারানো । এমন পরিস্থিতিতে পরার আগেই সকলের উচিত নিজের সকল বন্ধুদের লিস্টটি ব্যাকআপ করে নেয়া । আর সেই সুবিধা দিতে আজ কাজ শেষ করলাম “ফ্রেন্ডস লকার” । এখানে আপনি আপনার সকল বন্ধুদের নাম সহ তাদের প্রোফাইল লিংক সংরক্ষণ করতে পারবেন । কখনো যদি আপনার এমন প্রোফাইল কাজ না করে তাহলে আপনি নতুন প্রোফাইল বানানোর পর এই প্রোগাম থেকে আপনার সকল বন্ধুদের লিস্ট দেখতে পারবেন । এবং আপনার সকল বন্ধুর প্রোফাইল লিংক থেকে সকল বন্ধুর সাথে আবার সংযুক্ত হতে পারবেন ।
আশা করি আপনাদের সকলের উপকারে আসবে । আর আপনাদের মূল্যবান মন্তব্য “ফ্রেন্ডস লকার” কে আরো শক্তিশালী করতে আশা করি ।
প্রোগ্রামটি ব্যবহার করার জন্য ভিজিট করুন http://apps.facebook.com/friends-locker/
Labels:
Facebooking
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment