-->

Monday, June 25, 2012

How To Get Back Your Hacked Facebook Account ? How To Get Back Your Hacked Facebook Account ?


How To Get Back Your Hacked Facebook Account ?
ব্যপক জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকে একাউন্ট নেই এমন ব্যাক্তি প্রায় খুজে পাওয়া যাবেনা। শুধুমাত্র চ্যাটিং কিংবা মজা করার জন্য ফেসবুক একাউন্ট ব্যবহৃত হয় এই ধারনা মোটেই ঠিক না।
বর্তমানে ব্যবসায়িক কাজে পড়ালেখার কাজ সহ আরো নানাবিদ গুরুত্তপূর্ন কাজে এই ফেসবুক ব্যবহার করা হচ্ছে। আবার বলা চলে ইন্ডীরেক্টলি এটি একটি সংবাদ মাধ্যম ও! সে যাই হোক, আমাদের সিকিউরিটি ব্যবস্থা দূর্বল থাকায় কিংবা ইমেল একাউন্ট হ্যাক হয়ে গেলে অথবা সরাসরিও ফেসবুক একাউন্ট হ্যাক হয়ে যেতে পারে।
যদি এমন টা হয়ে থাকে তাহলে আপনার একাউন্ট টি খুব সহজেই পুনরায় উদ্ধার করতে পারবেন নিচের পদ্ধতি অনুসরন করেঃ
১. এড্রেস বার থেকে www.Facebook.com/hacked এই ইউ আর এল এ প্রবেশ করুন।
২. প্রাপ্ত পেজটিতে My Account Is Compromised এ ক্লিক করুন। এবং কন্টিনিউ করুন।
৩. Identify Your Account থেকে আপনার একাউন্ট শনাক্ত করে নিন। উক্ত পেজটিতে তিনটী অপ্সহন থাকবে, ইমেইল,ইউজার নেম,আপ্নার যে কোন্ একজন ফেসবুক বন্ধুর নাম । এর মধ্যে যে কোন একটি তথ্য দিন। এবং SEARCH বাটনে ক্লিক করুন।
এবার সিকিউরিটি চেক চাইবে। এখানে ক্যাপচার শব্দগুলো সঠিক ভাবে লিখে SUBMIT বাটনে ক্লিক করুন।
৪. তথ্য সমূহ সঠিক হলে আপনার একাউন্টির ছবি সহ ইউজার নেম দেখাবে। তারপর This Is My Account ক্লিক করুন।
৫. পরবর্তী উইন্ডোতে আপনার ব্যবহৃত্ পুরোণো পাসওয়ার্ড টি দিন । অর্থাৎ যে পাসওয়ার্ড থাকা অবস্থায় একাউন্ট হ্যাক হয়েছে। তারপর CONTINUE বাটনে ক্লিক করুন।
আপনার দেয়া তথ্য গুলো সঠিক হলে এর পরবর্তিতে কিছু ধাপ দেয়া হবে আপনাকে এবং সেগুলো সঠিক ভাবে সম্পূর্ন করে আগালে আপনার একাউন্ট টি পুনরায় উদ্ধার করতে পারবেন।

1 comment: