-->

Friday, June 29, 2012

How To Know Who Un-Friend You ?


ফেসবুক টিপসঃ কে আপনাকে ডিলিট করলো?

ফেসবুকে কে আপনাকে আনফ্রেন্ড করেছে এটা জানার একটা পদ্ধতি থাকলে ভালো হত তাই না , বন্ধুদের তালিকা থেকে  কে কে আপনাকে মুছে দিলো তাদের নাম জানতে পারলে ভালো হত ।হুম ।
আজ এই নিয়ে আমার পোষ্ট 
এটি জরুরি বিশেষ করে বন্ধু তালিকা যখন অনেক বড়। যাহোক, ফেসবুক সরাসরি এই সুবিধা দিচ্ছে না ৩য় পার্টি কিছু অ্যাড-অন্স এই সুবিধা দেয় । চলুন জেনে নাই এই সম্পর্কে ।প্রথমে আপনাকে gracemonkey নামের একটা প্লাগইন সেটাপ দিতে হবে।ফেসবুক বা বিভিন্ন সাইটে আপনার নিজের মত সুবিধা যুক্ত করে নেয়ার আপনাকে ব্যবহার করতে হবে 'ইউজার স্ক্রিপ্ট'। এই স্ক্রিপ্ট চাইলে আপনি নিজে লিখে নিতে পারেন বা অনলাইন থেকে খুঁজে নিতে পারেন। 

১) মজিলা ফায়ারফক্সের এডঅনস gracemonkey ডাউনলোড করে নিন, এখান থেকে-ডাউনলোড
২) Greasemonkey সেটাপ শেষ হলে ব্রাউজার রিস্টার্ট চাইবে । তখন ব্রাউজার রিস্টার্ট দিয়ে নিন ।
৩) এবার Unfriend Finder নামের ইউজারস্ক্রিপ্টটি সেটাপ দিন এই লিঙ্ক থেকে -এইখানে

এর পর ফেসবুক খুললে দেখুবেন উপরে ডানদিকে এবং বামদিকে নিচের ছবির মত Unfriends অপশন যুক্ত হয়ে গিয়েছে।
ফেচবুকিং.ব্লগস্পট.কম



1 comment: