-->

Friday, June 29, 2012

How To Know Who Un-Friend You ?


ফেসবুক টিপসঃ কে আপনাকে ডিলিট করলো?

ফেসবুকে কে আপনাকে আনফ্রেন্ড করেছে এটা জানার একটা পদ্ধতি থাকলে ভালো হত তাই না , বন্ধুদের তালিকা থেকে  কে কে আপনাকে মুছে দিলো তাদের নাম জানতে পারলে ভালো হত ।হুম ।
আজ এই নিয়ে আমার পোষ্ট 
এটি জরুরি বিশেষ করে বন্ধু তালিকা যখন অনেক বড়। যাহোক, ফেসবুক সরাসরি এই সুবিধা দিচ্ছে না ৩য় পার্টি কিছু অ্যাড-অন্স এই সুবিধা দেয় । চলুন জেনে নাই এই সম্পর্কে ।প্রথমে আপনাকে gracemonkey নামের একটা প্লাগইন সেটাপ দিতে হবে।ফেসবুক বা বিভিন্ন সাইটে আপনার নিজের মত সুবিধা যুক্ত করে নেয়ার আপনাকে ব্যবহার করতে হবে 'ইউজার স্ক্রিপ্ট'। এই স্ক্রিপ্ট চাইলে আপনি নিজে লিখে নিতে পারেন বা অনলাইন থেকে খুঁজে নিতে পারেন। 

১) মজিলা ফায়ারফক্সের এডঅনস gracemonkey ডাউনলোড করে নিন, এখান থেকে-ডাউনলোড
২) Greasemonkey সেটাপ শেষ হলে ব্রাউজার রিস্টার্ট চাইবে । তখন ব্রাউজার রিস্টার্ট দিয়ে নিন ।
৩) এবার Unfriend Finder নামের ইউজারস্ক্রিপ্টটি সেটাপ দিন এই লিঙ্ক থেকে -এইখানে

এর পর ফেসবুক খুললে দেখুবেন উপরে ডানদিকে এবং বামদিকে নিচের ছবির মত Unfriends অপশন যুক্ত হয়ে গিয়েছে।
ফেচবুকিং.ব্লগস্পট.কম



Read More ->>

Wednesday, June 27, 2012

For Those People Who dosen't know Difference Between Firstname \ Lastname \......?



এবার বাংলা অর্থসহ নিচের ইংরেজি শব্দগুলো দেখুন।
first nameনামের প্রথম অংশ
last name নামের শেষ অংশ
full nameপুরো নাম
nicknameডাক নাম
mother's nameমায়ের নাম
father's nameবাবার নাম
wife's nameস্ত্রীর নাম
husband's nameস্বামীর নাম
sister’s nameবোনের নাম
brother’s nameভাইয়ের নাম


Read More ->>

Monday, June 25, 2012

How To Get Back Your Hacked Facebook Account ? How To Get Back Your Hacked Facebook Account ?


How To Get Back Your Hacked Facebook Account ?
ব্যপক জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকে একাউন্ট নেই এমন ব্যাক্তি প্রায় খুজে পাওয়া যাবেনা। শুধুমাত্র চ্যাটিং কিংবা মজা করার জন্য ফেসবুক একাউন্ট ব্যবহৃত হয় এই ধারনা মোটেই ঠিক না।
বর্তমানে ব্যবসায়িক কাজে পড়ালেখার কাজ সহ আরো নানাবিদ গুরুত্তপূর্ন কাজে এই ফেসবুক ব্যবহার করা হচ্ছে। আবার বলা চলে ইন্ডীরেক্টলি এটি একটি সংবাদ মাধ্যম ও! সে যাই হোক, আমাদের সিকিউরিটি ব্যবস্থা দূর্বল থাকায় কিংবা ইমেল একাউন্ট হ্যাক হয়ে গেলে অথবা সরাসরিও ফেসবুক একাউন্ট হ্যাক হয়ে যেতে পারে।
যদি এমন টা হয়ে থাকে তাহলে আপনার একাউন্ট টি খুব সহজেই পুনরায় উদ্ধার করতে পারবেন নিচের পদ্ধতি অনুসরন করেঃ
১. এড্রেস বার থেকে www.Facebook.com/hacked এই ইউ আর এল এ প্রবেশ করুন।
২. প্রাপ্ত পেজটিতে My Account Is Compromised এ ক্লিক করুন। এবং কন্টিনিউ করুন।
৩. Identify Your Account থেকে আপনার একাউন্ট শনাক্ত করে নিন। উক্ত পেজটিতে তিনটী অপ্সহন থাকবে, ইমেইল,ইউজার নেম,আপ্নার যে কোন্ একজন ফেসবুক বন্ধুর নাম । এর মধ্যে যে কোন একটি তথ্য দিন। এবং SEARCH বাটনে ক্লিক করুন।
এবার সিকিউরিটি চেক চাইবে। এখানে ক্যাপচার শব্দগুলো সঠিক ভাবে লিখে SUBMIT বাটনে ক্লিক করুন।
৪. তথ্য সমূহ সঠিক হলে আপনার একাউন্টির ছবি সহ ইউজার নেম দেখাবে। তারপর This Is My Account ক্লিক করুন।
৫. পরবর্তী উইন্ডোতে আপনার ব্যবহৃত্ পুরোণো পাসওয়ার্ড টি দিন । অর্থাৎ যে পাসওয়ার্ড থাকা অবস্থায় একাউন্ট হ্যাক হয়েছে। তারপর CONTINUE বাটনে ক্লিক করুন।
আপনার দেয়া তথ্য গুলো সঠিক হলে এর পরবর্তিতে কিছু ধাপ দেয়া হবে আপনাকে এবং সেগুলো সঠিক ভাবে সম্পূর্ন করে আগালে আপনার একাউন্ট টি পুনরায় উদ্ধার করতে পারবেন।
Read More ->>

Saturday, June 23, 2012

How To Know Who Visited Your Timeline Recently ?

How To Know Who Visited Your Timeline Recently ?

জানুন কে আপনার টাইমলাইন ভিজিট করেছে ।
এটা জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন । 
Who Visited Your TimeLine
Read More ->>

Tuesday, June 12, 2012

How To SaVe Your Account From New Facebook Hacking Tricks ?


ফেসবুকে যে আইডি তে আপনি হাজার হাজার মিনিট নষ্ট করেছেন ।। সেটা হারিয়ে যেতে পারে আপনার সামান্য একটা ভুলে । ফেসবুক আইডি হ্যাক করার বিভিন্ন পদ্ধতি আছে ।
ফেসবুক এ আইডি হ্যাক এর নতুন আর সবচেয় কার্যকরী প্রদ্ধতি হল অ্যাকাউন্ট ভেরিফিকেসন পদ্ধতি। এটি সমগ্র প্রক্রিয়া নতুন পদ্ধতি না।আর যারা পিশিং সম্পর্কে অজ্ঞ তারা এই প্রদ্ধতির শিকার ।।
যে কোন সময় আপনার কাছে এমন নটিফিকেসন আসতে পারে ।।
অনুগ্রহ করে আপনার আকাঊণ্ট ভেরিফাই করতে যাবেন না ... করলে :p
কিভাবে বাঁচবেন পীশিং জাতিও সমস্যা থেকে বাঁচতে নিচের ধাপ গুলো অনুসরন করুন .........।
১.আপনার অ্যাকাউন্টে লগিন করুন ।।
২.তারপর অ্যাকাউন্ট সেটিংস (account settings) এ click করুন ।
৩.এবার Security অপশনে ক্লিক করুন ।
৪.Security Browsing যদি Disable করা থাকে তাহলে Enable করে নিন ।
৫.Security Browsing Enable করতে Security Browsing এর ডান পাশের Edit বাটনে ক্লিক করুন।
৬.এবার Browse Facebook on a secure connection (https) when possible এর বাম পাশে টিক চিহ্ন দিন । Save  Change Button এ ক্লিক করুন ।।
এবার বেরিয়ে আসুন ।।
কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ ।
Read More ->>