-->

Sunday, May 20, 2012

About Facebook


ফেসবুকের ইতিহাসঃ
ফেসবুক ২০০৪ সালে হাভারড ইউনিভার্সিটির স্টুডেন্ট মার্ক যুকেরবারগ প্রতিষ্ঠা করেন। কিছু দিনের মাঝে এটি পুরো কাম্পাস জুড়ে সাড়া ফালে । এসময় যুকেরবারগ আরও দুজনকে ফেসবুকের সাথে সম্প্রিক্ত করেন তারা হলেন দুস্তন মস্কভিতয এবং চেরিস হুগহেস। তারা দুজন ও হাভারড ইউনিভার্সিটির ছাত্র।


Facebookingtrick.blogspot.com
Statistics:
ü  ৮০০ মিলিয়ন এর  উপরে অ্যাক্টিভ ইউজার ।
ü  ৫০% এর উপর অ্যাক্টিভ ইউজার প্রতিদিন ফেসবুকে লগিন করেন।
ü  প্রতিটি ইউজারের গড়ে ১৪০ জন ফ্রেন্ড আছে।
Activity on Facebook:
ü  একজন আভারেজ ইউজার ৮০তি কমিউনিটিতে যুক্ত (গ্রুপ ,পেজ ,ইভেন্ট ,গেমেস)।
ü  ২৫০ মিলিয়ন ছবি প্রতিদিন গড়ে ফেসবুকে আপলোড হয়।
Global reach:
ü  ৭০টি ভাষা ফেসবুকে অনন্য করেছে ।
ü  ৭৫% এর বেশি ইউজার U.S.A বাইরে বসবাস করে।
ü  ৩০০,০০০ ইউজার ফেসবুক কে বিভিন্ন ভাষায় অনুবাদ করতে সাহায্য করেছেন ।
Platform
ü  ২০ মিলিয়ন এর বেশি বার ফেসবুকের অ্যাপ ইন্সটল হয় ।
ü  ৭ মিলিয়ন এর বেশি অ্যাপ ও ওয়েবসাইট ফেচবুকের সাথে যুক্ত।

তথ্যসূত্রঃ ফেসবুক

1 comment:

  1. This is great site very informative and useful,
    Keep it up!

    ReplyDelete