-->

Tuesday, May 15, 2012

How To Block Facebook Without using Software ?


Facebook বাব্লক করেন যে কোন ওয়েবসাইট কোন সফটওয়্যার ছাড়াই ..................
আমরা এটা করব লোকাল হস্ত চেঞ্জ করে।
সিস্টেম ড্রাইভের Etc ফোল্ডার এর মাঝে Host fileটি থাকে।এটি সিস্টেম ফাইল।

আসুন দেখে নিই কিভাবে Host fileটি পাব?

ম্যাক্সিমাম পিসি তে সিস্টেম ড্রাইভ C,আপনি উইন্ডোজ C ড্রাইভ ছাড়া অন্য কোঁথও দিলে ওই ড্রাইভে খুজুন।

 C:\Windows\System32\drivers\etc বাC:\WINNT\system32\drivers\etc\ তে জান
Host File ওপেন করেন Notepad  বা text editor দিয়ে।

এখন কথা হল কিভাবে এটি কাজ করে ?



প্রথমে জেনে নিই কিভাবে এটা কাজ করে। উইন্ডোজ যখন কোন ইমেজ ডাউনলোড করে তখন 127.0.0.1 লোকাল হস্ত ব্যবহার করে ।আমরা যদি লোকাল হস্ত 127.0.0.1 টা চেঞ্জ করি তাহলে সাইটটি ব্লক হয়ে যাবে কারন আমাদের কম্যান্ড ও টাস্ক ভিন্ন। তো সোজা কথায় আমরা যে সাইট টি ব্লক করব তার হস্ত 127.0.0.1 চেঞ্জ করলে সে সাইট টা লোড হবে না কারন আমরা Host দিসি ইমেজ ফাইলের webpage এর নয়।আপনি লোকাল হস্ত 0.0.0.0 ও ব্যবহার করতে পারেন।



এখন আমরা দেখব কিভাবে লোকাল হস্ত চেঞ্জ করা যায় ...?

১.ওপেন Notepad as Administrator সেটা করতে হলে Start ক্লিক করুন > তার পর All Programs> পরে Accessories >>  Notepad এর উপর মাউস পয়েন্টার রেখে right-click করুন > and select করুন Run as administrator 
২.Notepad এর বাম দিকের উপরের File ক্লিক করুন open... ক্লিক করুন এবার My Computer বা Computer ক্লিক করে C ড্রাইভে অর্থাৎ যেখেনে Host ফাইলটি আছে সেখানে জান।
৩.Host ফাইলটি দেখতে পাচ্ছেন না তাহলে ছবির মত All Files(*.*) সিলেক্ট করুন।
৪. Host ফাইলটি ক্লিক করে ওপেন করুন ।
কাজ প্রায় শেষ এবার লোকালহস্ত 127.0.0.1 লিখে স্পেস দিয়ে যে সাইট টি ব্লক করবেন সেটি লিখুন ছবির মত করে।

আপনি 0.0.0.0 ও ব্যবহার করতে পারেন।

সেভ করুন তবে সেভে করার সময় মানুয়ালি লিখলে সেটা txt file হিসেবে সেভ হবে ফলে কাজ করবেনা ,
তাই মানুয়ালি না লিখে সেভকরার সময় Host ফাইলটির এর উপর ক্লিক করুন ।
এবার সেভ করে বের হয়ে আসুন ।অনুগ্রহ করে সেভ

করার সময় All Files(*.*) সিলেক্ট করে নিবেন আর কোন এক্সটেনশন দিবেন না :)

ভালো লাগলে মন্তব্য দিতে ভুলবেন না ।



No comments:

Post a Comment