একমাত্র বাংলা সাইট ফেসবুক সংক্রান্ত। সাইটটি আমাদের ফেসবুকিং নতুন মাত্রা যোগ করবে। ফেসবুকে বিভিন্ন প্রবলেম ও তার সমাধান ,নতুন ফিচার ইত্যাদি সম্পর্কে জানতে নিয়মিত ভিজিট করুন।
Sunday, May 13, 2012
Bangla Problem In FaceBook ?
ফেসবুকে বাংলা পড়তে সমস্যা ?
মজিলা ফায়ারফক্স ও গুগল ক্রম জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার। কিন্তু মজিলা ফায়ারফক্স ও গুগল একটি প্রধান সমস্যা হচ্ছে এই ব্রাউজারে বাংলা লেখা পরিষ্কার দেখা যায় না বা দেখা গেলেও খুব ছোট আকারে দেখা যায়। আজ আপনাদের জন্য এমনই একটি ট্রিক্স নিয়ে এসেছি যাতে আপনারা আপনাদের প্রিয় ব্রাউজারটিতে ঝকঝকে বাংলা দেখতেপাবেন।
এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।
মজিলা ফায়ারফক্স এর ক্ষেত্রেঃ
১। Tools মেনু থেকে Options সাবমেনুতে ক্লিক করুন।
২। Content ট্যাব এর Fonts & Colors অংশের Advanced বাটনে ক্লিক করুন।৩। Fonts for অংশ থেকে Bengali সিলেক্ট করুন। এবার Serif অংশ হতে Siyam Rupali বা Sonar Bangla ফন্টটি সিলেক্ট করুন।
৪। Sans-serif এবং Monospace অংশ থেকেও Siyam Rupali ফন্টটি সিলেক্ট করুন। তারপর Size হতে ১৬ বা ১৭ সিলেক্ট করুন।
৫। Default Character Encoding থেকে Unicode (UTF-8) সিলেক্ট করুন। এবার OK/OK করে বের হয়ে আসুন।
গুগল ক্রম এর ক্ষেত্রেঃ
১। Option পরে Web Content তার পর Customize front এ ক্লিক করুন।
২। Siyam Rupali বা Sonar bangla ফন্টটি সিলেক্ট করুন ঠিক উপরের মত।
ফন্ট না থাকলে অভ্র আথবা বিজয় বাংলা সেটআপ দিন।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment